বেকার যুবক যুবতীদের জন্য বিরাট এক সুখবর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকার সরাসরি ট্রেনিং করিয়ে প্রায় 15 লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছেন বা চাকরি করবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন এবং নিচে অনলাইনে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এখানের গ্রুপটি অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং করিয়ে সরাসরি চাকরি ব্যবস্থা করবে সরকার।
যেসব পদে ট্রেনিং করানো হচ্ছে: এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে একই সঙ্গে প্রচুর পদে ট্রেনিং করানো হচ্ছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি বাসিন্দা এখানে আবেদন করলে ট্রেনিং করার সুযোগ পাবেন। ট্রেনিং শেষে এখানে চাকরির ব্যবস্থা করবে সরকার। এখানে যেসব পদে ট্রেনিং করানো হবে সেগুলি হল-
1. Computer Operator And Programming Assistant
2. Cnc Operator/machining Technician L3
3. Rubber - Pneumatic Tyre Moulding Technician
4. Electrician
5. Wireman
6. Fitter
7. Pick And Place Assembly Operator
8. Assistant Lab Technician - Food And Agricultural Commodities
9. Machinist
10. Retail Sales Associate - V2
11. Mechanical Fitter
12. Automotive Quality Control Inspector
13. Store Assistant-life Sciences
14.Packer
15. Office Operations Executive (Back Office)
16. Apprentice Food And Beverage Service (Stewardship)
এছাড়াও আরো অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে যেগুলো আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে মাধ্যমিক পাস ও উচ্চমাধ্যমিক পাশ হলেও বিভিন্ন পদের জন্য আপনি আবেদনযোগ্য। এছাড়াও আপনি গ্রাজুয়েশন পাস করে থাকলেও এখানে সরাসরি ট্রেনিং করে চাকরি করতে পারেন। এ ছাড়াও বেশকিছু টেকনিক্যাল শূন্য পদ রয়েছে যেগুলোতে মাধ্যমিক পাশ করার পরে ITI পাস থাকতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন এর আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে তবেই আবেদন করবেন।
বয়স: এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম 15 বছর বয়স থেকেই আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু পদের ক্ষেত্রে 18 বছর বয়স দরকার।
ট্রেনিং এর সময়সীমা: এখানে বিভিন্ন ধরনের চাকরির জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ব্যবস্থা রয়েছে। ছয় মাসের ট্রেনিং 12 মাসের ট্রেনিং 18 মাসের ট্রেনিং এমনকি 24 মাসের ট্রেনিং রয়েছে এখানে।
ট্রেনিং চলাকালীন বেতন: ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীদের হাত খরচার জন্য বেতন বা স্টাইপেন দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীরা প্রতি মাসে 7000 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত দেওয়া হবে।
ট্রেনিং শেষে চাকরী: ট্রেনিং শেষে আপনাকে চাকরির ব্যবস্থা করানো হবে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন সংস্থায় দক্ষতা সম্পন্ন ট্রেনিং করা ছাত্র-ছাত্রী প্রয়োজন সেই সমস্ত জায়গায় আপনাকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে। নিচে সরাসরি অনলাইনে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া লিংক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে জেনে নিতে পারেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE