WB School Teacher Recruitment: পশ্চিমবঙ্গের হাইস্কুলের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ

 


আপনি কি পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গের আবারও নতুন করে স্কুলে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের হাইস্কুলে বিভিন্ন বিষয়ে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। নিচে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটি আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। আপনি যদি স্কুলে চাকরি করতে আগ্রহী হন বা শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে সরাসরি শিক্ষক হয়ে যেতে পারবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হলো ভালো করে জেনে নেবেন।


এখানে যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে: এখানে মূলত হাই স্কুল দশম শ্রেণী পর্যন্ত(TGT), প্রিন্সিপাল পদে শিক্ষক নিয়োগ করা হবে।

হাই স্কুল দশম শ্রেণী পর্যন্ত(TGT)

যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে: হাই স্কুল দশম শ্রেণী পর্যন্ত যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
Science,
Social Science

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে বিষয়ে শিক্ষকতা করবেন সেই বিষয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে। গ্রাজুয়েশন পাস এর সঙ্গে সঙ্গে আপনাকে b.ed ডিগ্রী পাস করা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: এখানে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে।

ইন্টারভিউ এর তারিখ: এখানে চাকরি করতে হলে আপনাকে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে 30-03-2022 তারিখে।

বেতন: এখানে প্রতি মাসে 15,500/-  টাকা করে বেতন দেওয়া হবে।


প্রিন্সিপাল(Head Master/Mistress)
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রিন্সিপাল নিয়োগ করা হবে প্রিন্সিপাল হতে গেলে আপনার যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলি নিচে দেওয়া হল।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে। এর সঙ্গে সঙ্গে চাকরিপ্রার্থীর b.ed ডিগ্রী পাস করা থাকতে হবে। এছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: অফলাইনে এর মাধ্যমে এখানে চাকরি প্রার্থীর আবেদন করতে হবে এবং এখানে চাকরিপ্রার্থীকে আবেদনপত্রটি পাঠাতে হবে নিচের দেওয়া ঠিকানায়-
The Principal Sainik School Purulia
PO: Sainik School
Dist – Purulia (WB) – 723 104


ইন্টারভিউ এর তারিখ: এখানে ইন্টারভিউ এর তারিখ এখনো বলা হয়নি। অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

বেতন: এখানে প্রতি মাসে 16,500/- টাকা করে বেতন দেওয়া হবে।

ইন্টারভিউ স্থান: SAINIK SCHOOL PURULIA
PO Sainik School-723104, Dist Purulia (WB)
www.sainikschoolpurulia.com

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভাল করে পড়ুন এবং সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান।

OFFICIAL NOTICE FOR TGT :CLICK HERE

OFFICIAL NOTICE FOR PRINCIPAL:CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Below Post Ad