WB PRIMARY TET AND WBSSC TEACHER RECRUITMENT 2022: পশ্চিমবঙ্গের প্রাইমারি ও হাইস্কুলের প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ

 

পশ্চিমবঙ্গের স্কুলে প্রচুর শূন্যপদে আবারো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। একইসঙ্গে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুল ও হাই স্কুলে আবারও নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলের বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে হাই স্কুলের সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে এখানে। এর সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং স্কুলের শিক্ষকতা করতে আগ্রহী তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন। এছাড়াও এখানে বেশ কিছু গ্রুপ সি গ্রুপ ডি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং অফিশিয়াল নোটিফিকেশন গুলো দেওয়া হল। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়বেন।


পদের নাম:
এখানে মোট দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রথমটি প্রাইমারি স্কুলের শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
দ্বিতীয় নোটিফিকেশনে হাই স্কুলের বিভিন্ন বিষয়ের শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।


1. প্রাইমারি স্কুলের শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই এখানে চাকরি পেয়ে যাবেন।


ইন্টারভিউ এর তারিখ:
যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে আগ্রহী অথবা নন টিচিং স্টাফ পদে ইন্টারভিউ দিতে আগ্রহী তারা ইন্টারভিউ দিতে উপস্থিত হবেন 05.05.2022 ও 06.05.2022 তারিখের মধ্যে। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে 11 টা থেকে দুপুর 12:30 পর্যন্ত।


ইন্টারভিউ স্থান:
the Conference Hall of District Education Officer ,Samagra Sikshya Mission, 8th Floor, New Administrative Building , Alipore, Kolkata-700027.


আবেদন পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।


2. হাই স্কুলের শিক্ষক ও নন টিচিং স্টাফ( গ্রুপ সি ও গ্রুপ ডি এবং গার্ড) নিয়োগ


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই এখানে চাকরি পেয়ে যাবেন।


ইন্টারভিউ এর তারিখ:
যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গে হাই স্কুলে শিক্ষকতা করতে আগ্রহী তাদের সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে 28/04/2022 তারিখে। এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল 11 টা থেকে।

এখানে গ্রুপ সি গ্রুপ ডি ও গার্ড নিয়োগ এর ইন্টারভিউ হবে 29/04/2022 তারিখে।

গ্রুপ সি পাদের ইন্টারভিউ প্রক্রিয়া হবে 11:00 am থেকে 1:30 pm এরমধ্যে।

গ্রুপ ডি পদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 2:30pm থেকে 3:30pm এরমধ্যে।

গ্রুপ ডি পদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 3:30pm এর পরে।


ইন্টারভিউ স্থান:
the Conference Hall of District Education Officer ,Samagra Sikshya Mission, 8th Floor, New Administrative Building , Alipore, Kolkata-700027.


আবেদন পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।


ইন্টারভিউ দিন যে সব ডকুমেন্টস নিয়ে যাবেন:

1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

2. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

3. বয়সের প্রমাণপত্র/ মাধ্যমিকের এডমিট কার্ড

4. দুই কপি পাসপোর্ট সাইজের ফটো

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই নিচের দেওয়া নোটিফিকেশন গুলো ডাউনলোড করে ভালো করে দেখবেন তারপর ইন্টারভিউ দিতে যাবেন। আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।

OFFICIAL NOTICE 1 : CLICK HERE
OFFICIAL NOTICE 2: CLICK HERE
0FFICIAL WEBSITE:CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment