অবশেষে দীর্ঘদিন পর প্রাইমারি টেট নিয়ে মুখ খুলল নবান্ন । খুব শীঘ্রই প্রাইমারি টেট এর নতুন বিজ্ঞপ্তি জারি করে নতুনদের আবার আবেদন গ্রহণ করবে প্রাইমারি টেট-এর জন্য এবং নভেম্বর মাসে প্রাইমারি টেটের পরীক্ষা হবে। খুব শীঘ্রই 2021 এর ভোটের আগে প্রাইমারি টেট এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য।দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট ঝুলে রয়েছে এবার রাজ্য সরকারের এর নিষ্পত্তি করতে যাচ্ছে।
এবার 15000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং এখানে আবেদন করতে পারবেন d.el.ed প্রার্থীরা যারা । তবে b.ed রা এ বছরটিতে আবেদন করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে । নতুন করে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
যতদূর জানা যাচ্ছে পুজোর আগেই আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং নতুন করে যারা আবার d.el.ed করেছে এবং যারা 2017 সালে আবেদন করতে পারেনি তারা এবার আবেদন করবে এবং যারা 2017 সালে আবেদন করেছিল তাদের আর নতুন করে আবেদন করতে হবে না।
2019-2021 session কী TET বসতে পাবে??