দীর্ঘদিন পর অবশেষে মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি কর্মী নিয়োগ | 10 Pass Group-D Recruitment

By bengalpravakar.com

Published on:

 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য নতুন করে চাকরির একটি বিশাল বড় সুখবর। মাধ্যমিক পাশের নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা মাধ্যমিক পাস করে বেকার রয়েছেন এবং চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই সুখবরটি জেনে তাড়াতাড়ি আবেদন করে দিতে পারেন। সমস্ত ধরনের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তাহলে চলুন এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

1. পদের নাম: CMTD (OG)

শিক্ষাগত যোগ্যতা- এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।

বয়সসীমা: 18 বছর বয়স থেকে 27 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করা যাবে। তবে OBC চাকরি প্রার্থীরা 3 বছর এবং এবং SC, ST প্রার্থীদের  5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন: পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

2. পদের নাম: স্টোর কিপার গ্রেড 2 / Store Keeper Grade 2

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা: এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 25 বছরের মধ্যে তবে OBC চাকরি প্রার্থীরা এখানে 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

3. পদের নাম: ফর্ক লিফট অপারেটর / Fork Lift Operator

শিক্ষাগত যোগ্যতা-এখানে চাকরি করতে হলে চাকরি-বাতিদের মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা-যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই  27 বছর বয়স পর্যন্ত। তবে OBC চাকরি প্রার্থীরা এখানে 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

4.পদের নাম: শিট মেটাল ওয়ার্কার / Sheet Metal Worker

যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা-  এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 27 বছরের মধ্যে। তবে OBC চাকরিপ্রার্থীরা এখানে 3 বছর এবং SC, ST প্রার্থীদের  5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

5. পদের নাম:কার্পেন্টার / Carpenter

যোগ্যতা– এখানে চাকরি করতে হলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা-যারা এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই 27 বছরের মধ্যে। তবে OBC চাকরিপ্রার্থীরা 3 বছর SC, ST প্রার্থীদের  5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

6. পদের নাম: Unskilled Labourer

শিক্ষাগত যোগ্যতা– এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।

বয়সসীমা– এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 27 বছর বয়স পর্যন্ত । তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন– পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে।

7. পদের নাম: মোটর ট্রান্সপোর্ট ফিটার / Motor Transport Fitter

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশের সাথে অটোমোবাইল বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা– এখানে চাকরি করতে হলে চাকরি-বাতিদের বয়স হতে হবে অবশ্যই 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন– পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি ভালোভাবে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে সমস্ত কিছু একত্রিত করে একটি খামে ধরে নিচের দেওয়া সংশ্লিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা: Headquarters Region (NE)

Coast Guard (for CSO(P&A)}

Synthesis Business Park 6 Floor, Shrachi Building Rajarhat, New Town

Kolkata-700161

আবেদনের শেষ তারিখ: যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে 29 আগস্ট 2023 তারিখের মধ্যে।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

Leave a Comment