কঞ্জারভেন্সী মজদুর পদে আবেদন
এখানে মোট শূন্যপদ রয়েছে- 858 টি।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র বাংলা এবং ইংরেজি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে ও সঙ্গে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। তবেই এই পদে আবেদনের যোগ্য।
মজদুর পদের কি কাজ-
আপনাকে প্রতিটি বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করতে হবে এবং সেগুলো এক জায়গায় জমা করতে হবে এবং পরে তা গাড়িতে করে নিয়ে ফাঁকা জায়গায় ফেলে দিতে হবে। লেন, রোড, স্ট্রীট পরিষ্কার করতে হবে।
আবেদন চলবে- 11 ই মার্চ থেকে 15 এপ্রিল 2020 পর্যন্ত।
দ্বিতীয় বিজ্ঞপ্তি:
পদের নাম- পরিবেশ বন্ধু পদে নিয়োগ করা হবে যেখানেমোট শূন্যপদ 90)এবং ডোম (মোট শূন্যপদ 3)।
যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ
পরিবেশ বন্ধুর কাজ কি- পরিবেশে কলকাতার যত মিউনিসিপাল করপারেশন আছে সেগুলো টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব থাকবে এদের।
ডোমের কাজ কি- রাস্তায় পড়ে থাকা বিভিন্ন প্রাণীর মৃতদেহ ও নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে।
আবেদন চলবে- 11 ই মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত।
তৃতীয় বিজ্ঞপ্তি:
পদের নাম- ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড- III (মোট শূন্যপদ 21), ফিল্ড ওয়ার্কার SH গ্রেড- III (মোট শূন্যপদ 2), জেনারেল ডিউটি এটেনডেন্ট গ্রেড- III (মোট শূন্যপদ 2)।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ
আবেদনের শেষ তারিখ- 7 এপ্রিল 2020