রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, সকলেই আবেদন করতে পারবেন

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। কেন্দ্রীয় সরকারের Recruitment of Diploma Trainee (Electrical/Civil/Electronics) থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। এখানে ভারতের সকল নাগরিক আবেদন করতে পারবে। তাহলে চলুন পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম :- Diploma Trainee

শূন্য পদ :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ৪২৫ টি।

বয়স :- ২৩/০৯/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের (Electrical/Civil/Electronics) এই বিষয় নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে ৭০ % নম্বর নিয়ে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য http://www.powergrid.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে এবং তার একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে।

আবেদন মূল্য :- এখানে আবেদন করার সময় আবেদনকারীদের ৩০০ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা অর্থাৎ CBT TEST এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা :- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০১/০৯/২০২৩ তারিখ। এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৩/০৯/২০২৩ তারিখে ।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

2 thoughts on “রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, সকলেই আবেদন করতে পারবেন”

  1. Village – Balurghat, chhinnamasta pally, dist- dakshin dinajpur
    Po- beltala park
    Pin -733103
    Ps – Balurghat

    Reply

Leave a comment