IBPS এর মাধ্যমে ৮,৮১২ টি শূন্যপদে রুরাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ | IBPS Rural Bank Recruitment 2023

By bengalpravakar.com

Published on:

আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই সাধারণ স্নাতক পাস যোগ্যতায় সরকারি ব্যাঙ্কের চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। কারন আজ আমরা সম্প্রতি IBPS এর বোর্ডের তরফ থেকে একাধিক শূন্যপদে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। যেখানে সাধারণ ভাবে স্নাতক পাস করে থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে বেকার চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 

নিয়োগকারী সংস্থা:-

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন IBPS বোর্ডের তরফ থেকে RRB রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচিত যোগ্য কর্মীদের পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি সব রাজ্যের গ্ৰামীন ব্যাঙ্ক (Rural Bank) গুলিতে নিয়োগ করা হবে।

শূন্যপদ গুলির নাম:-

RRB রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে মোট পাঁচ ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। যে যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

• Office Assistant (Multipurpose)

• Officer Scale I (Assistant Manager)

• Officer Scale II General Banking Officer (Manager)

• Officer Scale II Specialist Offices (Manager)

• Officer Scale III (Senior Manager)

মোট শূন্যপদের সংখ্যা:-

উপরিউক্ত এই পাঁচ ধরনের পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হল ৮৮১২ টি। 

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মানদন্ড হল স্নাতক ডিগ্ৰি পাস। তবে কোনো কোনো পদের ক্ষেত্রে সাধারণ ভাবে স্নাতক পাস করে থাকলেই আবেদন করা যাবে আবার কোনো পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিতে নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর গড় বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে পদ বিশেষে আলাদা আলাদা বয়সসীমা নির্ধারন করা হয়েছে। কোন পদের ক্ষেত্রে কত বয়সসীমা নির্ধারন করা হয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

        প্রতিটি পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম মাফিক SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর ও PwBD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:-

IBPS বোর্ডের তরফে প্রকাশিত হওয়া উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-

• প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা Google Search Bar এ www.ibps.in লিখে search করতে হবে।

• তারপর ওয়েবসাইটে ঢুকে Home Page এ ক্লিক করলে “CRP for RRBs” লিঙ্ক Open হবে।

• তারপর সেখান থেকে “Click Here to Apply Online for CRP for RRBs” অপশনে ক্লিক করতে হবে।

• তারপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে “Click Here For New Registration” লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

• রেজিস্ট্রেশন হয়ে গেলে IBPS বোর্ডের তরফ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

• তারপর অনলাইন আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

• সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৮৫০ টাকা করে এবং SC, ST, PWD প্রার্থীরা ১৭৫ টাকা করে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

• সবকিছু হয়ে যাওয়ার পর ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদনের ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।

•  পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড স্ক্যান করা।

• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

•  কাস্ট সার্টিফিকেট যদি থাকে স্ক্যান করা।

• ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

• পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

•  আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

• লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।

• সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

RRB রিক্রুটমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি ৮০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা কৃতকার্য হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ২০০ নম্বরের মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। প্রিলিমিনারী পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৪৫ মিনিট ও মেইন পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ২ ঘন্টা। প্রিলিমিনারী ও মেইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের শেষ ধাপের পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ মিলিয়ে মোট পাওয়া নম্বর অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-

IBPS বোর্ডের তরফ থেকে প্রকাশিত হওয়া সংশ্লিষ্ট শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ১/০৬/২০২৩ থেকে এবং তা চলবে আগামী ২১/০৬/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে আগ্রহী ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।


OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a Comment