উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় কোস্টগার্ডের বিপুল পরিমাণে কর্মী নিয়োগ | Indian Coast Guard Recruitment 2024

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। Indian Coast Guard Recruitment 2024 এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে ও অফিসিয়াল নোটিফিকেশন চেক করে আবেদন করতে পারেন।

পদের নাম :- Navik(GD)

কোন কোন অঞ্চলে অবস্থিত :-

1. NORTH :- জম্বু ও কাশ্মীর , হরিয়ানা , পাঞ্জাব, রাজস্থান , উত্তর প্রদেশ , হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ড , চন্ডিগড়।

2. WEST :- ছত্রিশগড় , মহারাষ্ট্র , কেরালা , মধ্যপ্রদেশ, কর্ণাটক , গোয়া , লক্ষৌদীপ ইত্যাদি।

3. NORTH EAST :- বিহার , ওয়েস্ট বেঙ্গল ,ঝাড়খন্ড , আসাম , ত্রিপুরা , মেঘালয়, মনিপুর , নাগাল্যান্ড , অরুণাচল প্রদেশ , সিকিম ওড়িশা ইত্যাদি।
4. EAST :- অন্ধপ্রদেশ , তামিলনাড়ু , পন্ডিচেরি।

5. NORTH WEST :- গুজরাট।

6. ANDAMAN & NICOBAR :- আন্দামান ও নিকোবর আইসল্যান্ড।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে গনিত ও ফিজিক্স নিয়ে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। 01/09/2002 থেকে 31/08/2006 তারিখের মধ্যে জন্মসাল হতে হবে। এছাড়া ST/SC প্রার্থীদের 5 বছর ও OBC প্রার্থীদের 3 বছরের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের দুটি পরীক্ষা দিতে হবে। Section I – 60 নম্বরের পরীক্ষা মাধ্যমিক বেসিস ও ও Section II – 50 নম্বরের পরীক্ষা উচ্চ মাধ্যমিক বেসিস এ।

আবেদন শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 27/02/2024 তারিখের মধ্যে আবেদন করতে পারবে।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Leave a comment