রাজ্যের প্রাইমারি ও হাইস্কুলে প্রায় 1 লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ, সঙ্গে ৫০ হাজার পুলিশ নিয়োগ পশ্চিমবঙ্গ

চাকরিপ্রার্থীদের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা করলেন যেখানে তিনি জানিয়েছেন ১ লক্ষ শুন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে সঙ্গে আরও জানানো হচ্ছে ৫০ হাজার শুন্য পদে পুলিশ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এর সঙ্গে আরও বিভিন্ন দপ্তরে প্রায় পাঁচ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের কথা ও তিনি জানিয়েছেন আজ। যারা দীর্ঘদিন ধরে তাকে সন্ধান করছেন এবং তাকে আশায় বসে রয়েছেন অবশেষে তাদের জন্য সুদিন আসতে চলেছে। এখন থেকে আর চাকরির জন্য অপেক্ষায় বসে থাকতে হবে না চাকরি-প্রার্থীদের, ঘরে ঘরে চাকরি হবে এবার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জানিয়েছেন কয়েক লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যে। আমি রয়েছি লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার একের পর এক নিয়োগের জন্য ঘোষণা করে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে প্রায় ৩৬ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। রাজ্যের প্রাইমারিতে প্রায় নতুন করে আবারো পঞ্চাশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও রাজ্যে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে রাজ্যে প্রায় এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর সঙ্গে আরো ৫০ হাজার শূন্য পদে পুলিশ বিভাগের কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের দীর্ঘদিন ধরে কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তারা এই স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে এবং শূন্য পদের অভাবে কাজকর্ম ঠিকঠাকভাবে পরিচালনা করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কি ফুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে একসঙ্গে। ফলে যারা দীর্ঘদিন ধরে বেকার ও হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরির আশায় তাদের জন্য অবশেষে সুদিন আসতে চলেছে। এবার বাংলার ঘরে ঘরে হবে সরকারি চাকরি এমনটাই আশ্বস্ত করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয় না এবং শিক্ষক নিয়োগের অভাবে রাজ্যের স্কুলগুলো প্রায় শিক্ষক শূন্য। এই পরিস্থিতিতে প্রচুর শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে রাজ্যে প্রায় ৫০ হাজার শূন্য পদে প্রাইমারিতে নিয়োগ এবং পঞ্চাশ হাজার শূন্য পদে হাই স্কুলের নিয়োগ করা হবে সঙ্গে আরও ১৫ হাজারেরও বেশি শূন্য পদে আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে।

রাজ্য সরকারের এই ঘোষণা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে। আর রাজ্যের বেকার যুবক-যুবতীদের বেকার হয়ে থাকতে হবে না এবার থেকে সরকারি চাকরি পেয়ে যাবেন সকলেই।

Leave a comment