পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ | WB Gram Panchayat Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। এবার গ্ৰাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন।

নিয়োগ সংস্থা :- Birbhum Zilla Parishad.

পদের নাম :- হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী উচ্চমাধ্যমিক পাশ করবে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। উচ্চমাধ্যমিক পাশ করার পর Homoeopathy বা Ayurveda নিয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাশ করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী ৫০ বছরের মধ্যে। এছাড়া ST/SC প্রার্থীদের ৫ বছর ও OBc প্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় থাকবে।

ভাষা :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের অবশ্যই বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে।

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,০০০ টাকা।

Name of the Panchayat samiti – Karidhya , Kendua , Harisara , Mathpalsa , Hinglow , Bhutura , Daspalsa , Banior , Barla , Persundi এছাড়া আরো নাম আছে আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নেবেন।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা birbhum.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি A4 পেজে বার করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফিলাপ করে সমস্ত নথিপত্র সহ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩. যে কোন তিনটি ডকুমেন্ট যেমন – আধার কার্ড , রেশন কার্ড , প্যান কার্ড , পাসপোর্ট , ব্যাংকের পাসবই ,
৪. মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
৫. কাস্ট সার্টিফিকেট।

আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা ১৬/০২/২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবে।

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আর রোজ এইরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment