৫০ হাজার শুন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নোটিশ প্রকাশ খুব শীঘ্রই | WB Primary TET Pass Interview Notice 2024

পশ্চিমবঙ্গে আবারো প্রাইমারিতে নতুন করে নিয়োগ হতে যাচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন বছরে একবার করে টেট পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিবছর দুবার করে নিয়োগ দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে ২০১৭-এর নিয়োগ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অবশেষে ২০২২ এ যে টেট পরীক্ষা হয়েছিল তার নিয়োগের জন্য দাবি জানানো হচ্ছে রাজ্য সরকারের কাছে। চলতি বছরে আবারো নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে যাচ্ছে।

পর্ষদ সভাপতি ইতিমধ্যে জানিয়েছিলেন রাজ্যে ৫০ হাজার শুন্য পদে ২০২২ এ যারা টেট পাস করে রয়েছেন তাদের নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে নতুন করে প্রাইমারিতে আবার পঞ্চম শ্রেণীর সংযুক্ত হতে যাচ্ছে তাই ভ্যাকেন্সির পরিমাণ বাড়ার প্রবল সম্ভবনা রয়েছে। তাই যারা ডেট পাস করে রয়েছেন তাদের চলতি বছরের মধ্যেই আসতে চলেছে সুখবর। এক্ষেত্রে প্রথমে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে, এরপর ইন্টারভিউর জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদার প্রক্রিয়ায় শেষ হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউ প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সমস্ত নাম্বার সংযুক্ত করে লিস্ট বের করে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

চলতি বছরের শেষে ডিসেম্বরে আবারো নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং এই টেট পরীক্ষা হওয়ার আগেই ২০২২ এ যারা টেট পাস করে রয়েছে তাদের নিয়োগ দেওয়া হবে। তবে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন ২০১৭ এর নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০২২ এ যারা টেট পাস করে রয়েছে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু ২০১৭ এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও ২০২২ টেট পাস প্রার্থীদের জন্য এখনো ইন্টারভিউ নোটিশ প্রকাশ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে যারা ২০২২ টেট পাস করে রয়েছেন তারা একত্রিত হয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে যেতে আগ্রহী। যতদিন পর্যন্ত সরকার নোটিফিকেশন প্রকাশ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সরকারের ওপর চাপ সৃষ্টি করলে হয়তো তাড়াতাড়ি আসতে পারেন নিয়োগের বিজ্ঞপ্তি। তাই লোকসভা নির্বাচনের আগেই যাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পায় সেদিকে দৃষ্টি রেখে ২০২২ টেট পাস চাকরি প্রার্থীরা আন্দোলনের পথেই এগিয়ে যেতে চাচ্ছেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment