আবারো পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের নিয়োগ হতে যাচ্ছে প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে। আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনি সম্পূর্ণ এসএসসি সমতুল্য মর্যাদা পাবেন । আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন।
পদের নাম: বিভিন্ন বিষয়ে সহকারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ ও Junior Section( প্রাথমিক/উচ্চপ্রাথমিক) শিক্ষক।
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –
ইংরেজি
বাংলা
হিন্দি
অংক
কেমিস্ট্রি
ফিজিক্যাল সাইন্স
বায়োলজি
ইতিহাস
কম্পিউটার
ইকোনমিক্স
কমার্স এর বিভিন্ন বিষয়- ড্রইং ।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি সহকারি শিক্ষক আবেদন করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট বিষয়ে MA/ M.COM/M.SC পাস হতে হবে সঙ্গে আপনার b.ed ডিগ্রী থাকতে হবে।
আপনি যদি Junior Section( প্রাথমিক/উচ্চপ্রাথমিক) আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে BA/B.SC/B.COM পাস হতে হবে সঙ্গে আপনার d.el.ed ডিগ্রি থাকতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন : ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি : আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে বা অফিশিয়াল ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারেন। আপনি যদি ইমেইলের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনার ফটো ফোন নাম্বার সহ অ্যাপ্লিকেশন ফর্ম টি নিচের ই-মেইলে জমা দিবেন –
Email:-sds.habra.job@gmail.com
অথবা আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে চান তাহলে নিম্নলিখিত ঠিকানায় আপনার আবেদনপত্রটি পাঠাতে হবে-
Address- STRATFORD DAY SCHOOL (WB-339) ICSE, ISC, Kamarthuba, P.O- Habra, North 24 Pargana, Pin- 743263.
আবেদন পত্রের সঙ্গে জমা করবেন : আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার নাম্বার সহ আপনার ফটোকপি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স করে উপরিক্ত ঠিকানায় জমা করতে হবে।
Official Website:- https://stratforddayschool.com/
Application form কোথায় পাবো?? Link din