চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের মধ্যে এমন অনেক প্রার্থী আছেন যাদের স্বপ্ন এয়ারপোর্টে চাকরি করার। আজ আমরা সেই এয়ারপোর্টে চাকরি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন আবেদন করার জন্য কী কী তথ্য জানতে হবে সেই সব বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা :- এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের প্রসিদ্ধ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া থেকে।
পদের নাম :- Handyman ও Utility Agent (Males & Female)
মোট শূন্য পদ :- এখানে মোট শূন্য পদ রয়েছে ৯৯৮ টি । এর মধ্যে Handyman এর জন্য ৯৭১ টি ও Utility Agent (Males) এর জন্য রয়েছে ২০ টি ও Utility Agent (Female) পদের জন্য ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী Handyman পদের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক পাস করতে হবে এবং ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে
ভাষা । স্থানীয় এবং হিন্দি ভাষার জ্ঞান, অর্থাৎ, বোঝার এবং কথা বলার ক্ষমতা বাঞ্ছনীয়। এছাড়া Utility Agent পদের জন্য ও মাধ্যমিক পাস হতে হবে ও স্থানীয় এবং হিন্দি ভাষার জ্ঞান অর্থাৎ বোঝার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে।
বয়স :- জেনারেল ক্যান্ডিডেটের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে ওবিসি দের ৩১ ও এস টি/ এস সি দের বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।
বেতন :- যে সকল প্রার্থী Handyman ও Utility Agent পদে চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৩৩০ টাকা। Handyman :- যে সকল প্রার্থী Handyman পদে নিযুক্ত হবে তাদের বিমানবন্দরে প্রধানত বিমান ও ট্রলি থেকে লাগেজ/কার্গো লোডিং এবং অফলোডিং করতে হবে, কেবিন পরিষ্কার করতে হবে , বিমান পরিষ্কার করা, ওয়ার্কশপে টেকনিশিয়ানদের সহায়তা, হুইল চেয়ার সহায়তা ইত্যাদি কাজ করতে হবে ।
Utility Agent : – এই পদে নিযুক্ত কর্মীদের জিএসডির কাজ হবে মুম্বাই বিমানবন্দরে অবস্থিত অফিস এবং প্রাঙ্গনের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখা। কমপ্লেক্স, ইএমডি ওয়ার্কশপ, কার্গো প্রাঙ্গণ, এপিইডিএ সুবিধা এবং র্যাম্প অপারেশন পরিষ্কার করা। টয়লেট এবং ওয়াশ রুম, কার্গো গুদামে আবর্জনার স্তূপ পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ পরিষ্কার করা।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর নির্ভুল ভাবে ফিলাপ করে নিতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে ভরে নিতে হবে। এবং খামের উপর লিখতে হবে POST APPLIED FOR _______ ”. যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদের নাম লিখতে হবে। তারপর আবেদন পত্রটি নীচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :-
To,
HRD Department,
AI Airport Services Limited,
GSD Complex, Near Sahar Police Station,
CSMI Airport, Terminal-2, Gate No. 5,
Sahar, Andheri-East, Mumbai-400099.
আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে ভালো করে চেক করে তারপর আবেদন করবেন । আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
Balurghat
Balurghat khadimpur