চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। কেন্দ্রীয় সরকারের Recruitment of Diploma Trainee (Electrical/Civil/Electronics) থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। এখানে ভারতের সকল নাগরিক আবেদন করতে পারবে। তাহলে চলুন পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পদের নাম :- Diploma Trainee (Electrical/Civil/Electronics).
শূন্য পদ :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ৪২৫ টি।
বয়স :- ২৩/০৯/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের Electrical / Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering /
Power Engineering (Electrical) Electronics /Electronics & Communication/ Electronics & Telecommunication /
Electronics & Electrical / Telecommunication Engg / Civil Engg.
এই বিষয় গুলি নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে ৭০ % নম্বর নিয়ে।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য http://www.powergrid.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর লগইন করতে হবে লগইন করার পর একটি আবেদনপত্র আসবে , সেই আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে এবং তার একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১. প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কিত নথি (পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট।)
২. অন্যান্য যোগ্যতা সম্পর্কিত নথি (পাসিং সার্টিফিকেট এবং মার্কশিট)
৩. সিজিপিএ / ওজিপিএ / ডিজিপিএ রূপান্তর করার জন্য কারিগরি বোর্ড / ইনস্টিটিউট দ্বারা গৃহীত নিয়মের প্রমাণ
শতাংশে।
৪. জন্ম তারিখের প্রমাণ (X ক্লাস সার্টিফিকেট / জন্ম সনদ)
৫. f) জাতি (SC / ST / OBC-NCL / EWS) সংরক্ষণ / শিথিলকরণ / দাবি করার জন্য শংসাপত্র
ছাড় (প্রযোজ্য হিসাবে)
৬. প্রাক্তন প্রার্থীদের জন্য, ডিসচার্জ সার্টিফিকেট।
৭. PwBD প্রার্থীদের জন্য, প্রতিবন্ধী শংসাপত্র।
আবেদন মূল্য :- এখানে আবেদন করার সময় আবেদনকারীদের ৩০০ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়া ST/SC/PwBD এই সকল ক্যান্ডিডেটদের কোনোরকম আবেদনমূল্য পেমেন্ট করতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা অর্থাৎ CBT TEST এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা :- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০১/০৯/২০২৩ তারিখ। এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৩/০৯/২০২৩ তারিখে ।
এই পদ সমন্ধে বিস্তারিত জানতে নিচে অফিশিয়াল নোটিশটি ক্লিক করে বিস্তারিতভাবে সমস্ত তথ্য দেখে নেবেন তারপরে আবেদন করবেন। আর আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া রোজ সরকারি বা বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE