মাধ্যমিক পাশে ভারতীয় রেলে হাজার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ | Railway Apprentice Group-C Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করব রেলের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়ে। যেখানে বলা হয়েছে প্রায় ২৪০৯ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে । আপনারা যদি এই শূন্য পদগুলিতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আবেদন করুন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা , বয়স , বেতন কিরকম দেওয়া হবে আবেদন কী ভাবে করতে হবে সেই সমস্ত কিছু আমরা নিচে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনার সম্পূর্ণ পড়ে দেখবেন।

পদের নাম :- রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অনেক শূন্য পদে রয়েছে সেই পথগুলি হলো –
1. Trades
2. Fitter
3. Welder
4. Carpenter
5. Painter (General)
6. Tailor
7. Electrician
8. Machinist
9. Mechanic Diesel
10. Turner
11. Laboratory Assistan (CP)
12. Instrument Mechanic এছাড়া বিভিন্ন পদ রয়েছে তার মধ্যে থেকে প্রার্থীদের শুধুমাত্র একটি ক্লাস্টার বেছে নিতে হবে। আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশকে ডাউনলোড করে দেখে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের মাধ্যমিকে অন্ততপক্ষে ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে। এছাড়া যে ট্রেনের জন্য আবেদন করবে সেই ট্রেটে আইটিআই করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ২৯/০৮/২০২৩ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এবং ST , SC ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য ৫ বছর ও OBc ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ৩ বছরের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া :- প্রার্থীদের www.rrccr.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ।
* প্রার্থীদের RRC/CR ওয়েবসাইটে লগ ইন করে ব্যক্তিগত তথ্য প্রদান করার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আধার নাম্বার দিতে হবে।
* আবেদনকারীরা যখন আবেদন করবে তখন তাদের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট লাগবে ।
* তারপর আবেদনকারীর নাম। পিতার নাম, জন্ম তারিখ সব সঠিক দিতে হবে। কারন ভেরিফিকেশনের সময় কিছু ভুল থাকলে সে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।
* আবেদন করার সময় অবশ্যই বৈধ ফোন নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে। ইমেল/এসএমএস দ্বারা ওটিপি পাঠানো হয়েছে যা পড়া হয়েছে বলে গণ্য করা হবে প্রার্থীদের দ্বারা।
* প্রার্থীদের শুধুমাত্র একটি ক্লাস্টার বেছে নিতে হবে এবং সেই ক্লাস্টারের মধ্যেই তিনি পছন্দ অনুসারে ইউনিট দিতে পারেন।
* একজন আবেদনকারী যদি একের বেশি আবেদন করেন তাহলে সেগুলো প্রত্যাখ্যান করা হবে।
* সবশেষে আবেদন পত্রের সাবমিট করার পর আবেদন পত্রের প্রিন্ট অফ নিজের কাছে রেখে দিতে হবে। আবেদন করে যদি চাকরির জন্য নির্বাচিত হন তাহলে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই প্রিন্ট আউট সঙ্গে করে নিয়ে যেতে হবে।

আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের আবেদন করার জন্য একটি আবেদন মূল্য পেমেন্ট করতে হবে ১০০ টাকা। SC/ST PWD/মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট :- আবেদন করার সময় আবেদন করে দিচ্ছি সকল ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে সেগুলি হল –
১. আবেদন করার সময় আবেদনকারীদের একটি রঙিন ছবি আপলোড করতে হবে যার আকার হবে 3.5 সেমি x 3.5 সেমি ও (20 kb-70 kb) আবেদনকারীরা যে তারিখে আবেদন করছে তার ঠিক আগের তিন মাসের মধ্যে ছবিটা তোলা হতে হবে।
২. এসএসসি (দশম শ্রেণি) বা এর সমমানের মার্কশিট।
৩. বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকে এডমিট।
৪. ট্রেডের সমস্ত সেমিস্টারের একত্রিত মার্কশীট।
৫. NCVT বা অস্থায়ী জাতীয় দ্বারা জারি করা জাতীয় বাণিজ্য শংসাপত্র NCVT/SCVT দ্বারা জারি করা ট্রেড সার্টিফিকেট।
৬. ST / SC / OBC কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৭. প্রতিবন্ধী শংসাপত্র, PwBD প্রার্থীর ক্ষেত্রে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করেছে তাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না ‌ । আবেদনকারীদের মাধ্যমিকের নাম্বার ও আইটিআই কোর্সের নাম্বারের উপর ডিপেন্ড করে শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের নির্বাচন প্রক্রিয়ার জন্য ডাকা হবে।

আবেদনের সময়সীমা :- এই পদ গুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯/০৯/২০২৩ তারিখ এবং আবেদন প্রক্রিয়া চলবে ২৮/০৯/২০২২ তারিখ পর্যন্ত।
আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের telegram গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLICATION FORM: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

Telegram Channel: CLICK HERE 

Leave a comment