পশ্চিমবঙ্গের আবারো নতুন প্রাইমারি টেট পরীক্ষা, 2017 নিয়োগ ও 2022 ইন্টারভিউ চলতি বছরে

দীর্ঘদিন পর অবশেষে আবারো রাজ্যে ভালো খবর। ইতিমধ্যে নতুন একটি আপডেট উঠে এসেছেন যেখানে বলা হয়েছে চলতি বছরের শেষের দিকে আবারো নতুন করে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ২০১৭ টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ ও খুব দ্রুত হবে। এছাড়াও যারা ২০২২ পাস করেছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়াও খুব দ্রুত সম্পূর্ণ হওয়ার কথা জানানো হয়েছে। যারা যারা টেট পরীক্ষা নিয়ে আগ্রহী এবং প্রাইমারি চাকরি করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন।

পশ্চিমবঙ্গের ২০১৭ সালে টেট পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হলেও সেই পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালে। এরও প্রায় পাঁচ মাস পরে রেজাল্ট প্রকাশিত হবে। এরপরে আবারো রাজ্যের নতুন করে ২০২২ সালের ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়। এবং এক মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও অবশেষে এর রেজাল্ট ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। যেখানে প্রায় দেড় লক্ষ চাকরিপ্রার্থীরা পাস করেন।

এরপর ২০১৭ সালের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যায় কিন্তু আইনে জটিলতার জন্য সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে এবং ২০২২ এ ছাড়া টেট পাস করেছেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ও নতুন করে আবারো টেট পরীক্ষা নেওয়ার আবেদন গ্রহণ শুরু হবে।

আমরা দেখতে পেয়েছিলাম গত বছর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পর্ষদ সভাপতি জানিয়ে দিয়েছিলেন প্রতিবছর দুবার করে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু যদিও আইনি জটিলতা ও অন্যান্য কারণে তা সম্ভব হয়নি । কিন্তু জানা গিয়েছে রাজ্যে যে সাড়ে এগারো হাজার প্রাইমারি টেট পরীক্ষার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয়েছে তার নিয়োগ প্রক্রিয়ার চলতি মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে পর্ষদ সভাপতি আবারো মুখ খুলেছেন এবং তিনি জানিয়েছেন চলতি বছরে আরো একটি নতুন করে টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে আরো জানানো হয়েছে চলতি টেট নিয়োগ প্রক্রিয়া মামলা সম্পূর্ণ হলেই তাদের নিয়োগ দেওয়া হবে ও নতুন করে টেটের বিজ্ঞপ্তি বের করা হবে।

এর সঙ্গে আরো জানানো হয়েছে রাজ্যে প্রতিবছর দুবার করে টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও এর ছাড়পত্র দিতে হবে রাজ্য সরকারকে কারণ পর্ষদ শুধুমাত্র টেট পরীক্ষা নিতে পারবে কিন্তু প্রশাসনিক দিকটা রাজ্য সরকারকেই সামলাতে হবে। এই রাজ্য সরকারের ছাড়পত্র আসার সঙ্গে সঙ্গে রাজ্যের টেট পরীক্ষা নেওয়া হবে।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে জানানো হয়েছে প্রাইমারি টেটে শুধুমাত্র d.el.ed ও d.ed চাকরি পার্থীরাই চাকরি পাবেন তাই রাজ্যে যে সমস্ত b.ed চাকরি প্রার্থীরা প্রাইমারি টেট পাশ করে রয়েছেন তাদের নিয়ে এখনো কিছু বলা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীর রাজ্যে আর b.ed চাকরি প্রার্থীরা হয়তো প্রাইমারি চাকরির পরীক্ষা দিতে পারবেন না।

তবে যাই হোক রাজ্যে আবারো নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা যারা প্রাইম মিনিস্টার পরীক্ষা দিতে চান তারা অবশ্যই প্রাইমারি টেটের প্রস্তুতি শুরু করে দিতে পারেন এবং যারা প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে পারেন।

Leave a comment