পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ | WB DEO Recruitment 2023

চাকরিপ্রার্থীদের জন্য আবারো আরেকটি সুখবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম কন্যাশ্রী প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের জনপ্রিয়তা গোটা দেশ ছাড়িয়ে বিশ্বের কাছে পৌঁছে গেছে। তাই কন্যাশ্রী প্রকল্পের জন্য বহু প্রশংসায় কুড়িয়েছেন বর্তমান রাজ্য সরকার। সাম্প্রতিক নতুন বর্ষে কন্যাশ্রী প্রকল্পের আওতায় প্রচুর ছাত্রী যুক্ত হতে চলেছে। যা আগামীতে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেতে চলেছে।

বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের দৌলতে রাজ্যের জেলা স্কুলগুলিতে ছাত্রীর সংখ্যা প্রচুর বেড়েছে, বহু বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এই মত অবস্থায় রাজ্য সরকার চাইছে কন্যাশ্রী প্রকল্পকে আরো সুন্দরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে। সেই কারণে পরিকাঠামোর উন্নতি খাতে সরকার বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে। যার মধ্যে কন্যাশ্রী প্রকল্পের কাজে গতি আনতে ও স্বচ্ছ ভাবে কাজ পরিচালনা করার ক্ষেত্রে প্রচুর কর্মী নিয়োগের প্রয়োজন হয়ে পড়েছে। এই কারণে সাম্প্রতিক কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী অধিবাসী যারা বাংলা লিখতে এবং পড়তে পারে সকলেই এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে চাইলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন। আজকে আমাদের প্রতিবেদনে কন্যাশ্রী প্রকল্পের কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে।

নিয়োগ কারী সংস্থা:-
রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে যে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি ডিএম ও কালেক্টর অফিসের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফে করা হবে।

শূন্য পদের নাম:-
কন্যাশ্রী প্রকল্পে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল ডেটা ম্যানেজার।

আবেদনের যোগ্যতা:-
কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার পদে আবেদন করতে হলে, চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

আবেদনকারীর প্রয়োজনীয় বয়স:-
এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের ১ /৮/২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স।
১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছর মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন।

চাকরিপ্রার্থীর মাসিক বেতন:-
কন্যাশ্রী প্রকল্পের আওতায় ডাটা ম্যানেজার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন প্রাথমিকভাবে ১১,০০০ টাকা করে দেয়া হবে। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ বাড়বে।

আবেদন পদ্ধতি:-
ডাটা ম্যানেজার পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। তার জন্য আবেদনকারী কে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

১.প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে আবেদনকারী কে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২.রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৩.লগইন করার পর আবেদনকারীর সামনে যে নতুন আবেদন পত্রটি খুলে যাবে সেখানে উল্লেখিত আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে।

৪.আবেদন চলাকালীন লক্ষ রাখতে হবে আবেদনকারীর তথ্যগুলো যাতে ভুল না হয়, নয়তো পরবর্তীকালে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে।

৫.আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড দিতে হবে।

৬. সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আবেদনের অন্তিম সময়:-
কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। তাই এখনও পর্যন্ত যে সকল চাকরি প্রার্থীরা এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা দ্রুত ৩১ শে সেপ্টেম্বর এর আগে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment