অবশেষে প্রাইমারিতে 60,000 শিক্ষকের চাকরি বাতিল, মাথায় হাত শিক্ষকদের | WB Primary Teacher Update

প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল যেখানে বলা হয়েছে ৬০ হাজার প্রাইমারি চাকরিপ্রার্থী চাকরি বাতিল হয়ে যাবে। এই ঘোষণার ফলে চিন্তার মুখে পড়ে গিয়েছেন ৬০ হাজার প্রাথমিক চাকরিতে কর্মরত শিক্ষক। কি হবে রে তাদের ভবিষ্যৎ কেনই বা তাদের চাকরি চলে গেল সে ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ে নিবেন।

রাজ্যের 2014 যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে নিয়োগ হয়েছিল 2016 ও 2020 সালে। কিন্তু এই নিয়োগে বিপুল পরিমাণে অনিয়ম হয়েছিল এবং একাধিক অভিযোগ জমা পড়েছিল কোর্টে। চাকরি না পাওয়া মামলাকারীরা এই কেস করেছিল এবং এর পরিপ্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দেওয়া হয়েছিল।

যে সমস্ত চাকরি-প্রার্থীরা নিয়োগ পেয়েছেন তাদের অনেকেই পাস না করে এই চাকরিতে জয়েন করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একটি শুনানি হয়েছে এবং ওই শুনানিতে বলা হয়েছে ওএমআর শিট এখনো হাতে আসেনি। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে এই ওই OMR শিট খুঁজে বের করার।

এই পরিপেক্ষিতেই বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দিয়েছেন ও এম আর সিট হাতে না পেলে পুরো প্যানেল টাই বাতিল করে দেওয়া হবে। বিচারপতি আরও জানিয়েছেন হার্ডকপি হারিয়ে গেলেও ডিজিটাল কপি অবশ্যই পর্ষদের কাছে থাকবে পর্ষদ যদি সেটি না দেয় তাহলে খুজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই কে। এরপরেই বলা হয়েছে এই তথ্য যদি হাতে না পায় কোর্ট তাহলে পুরো প্যানেল টাই বাতিল হয়ে যাবে।

প্রসঙ্গত পর্ষদ ইতিমধ্যেই কোর্ট কে জানিয়ে দিয়েছে 2019 সালেই যে OMR শিট হারিয়ে গিয়েছে। তবে সিবিআই কে বলা হয়েছে যদিও কোনভাবে ডিজিটাল কপিও মুছে ফেলা হয় তাহলে সেটিও বের করার বিভিন্ন পন্থা রয়েছে। সেই পন্থা অবলম্বন করে কোর্ট কে সমস্ত তথ্য দিতে হবে না হলে কোর্ট পুরো প্যানেল টা বাতিল করতে বাধ্য হবে।

এর পরিপ্রেক্ষিতে কর্মরত শিক্ষকদের আশঙ্কা তৈরি হয়েছে তাদের চাকরি নিয়ে। এর পরবর্তী পদক্ষেপ কিনা বেচার প্রতি এবং পর্ষদ সেটি এখন দেখার বিষয়।

MORE JOB NEWS: CLICK HERE

 আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a comment