লক্ষী ভান্ডার অতীত! অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই পাবেন মাসে মাসে 3000 করে টাকা | West Bengal Govt Scheme

নতুন করে বাড়ানো হয়েছিল লক্ষী বোনদের প্রকল্পের টাকা যেখানে যারা 500 টাকা করে পেতেন তারা পেয়ে যাচ্ছিলেন 1000 টাকা করে এবং যারা 1000 টাকা করে পেতেন তারা পেয়ে যাচ্ছেন 1200 টাকা করে । নতুন করে লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় একটি আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3000 করে টাকা দেওয়া হবে। তবে এবার লক্ষী ভান্ডার প্রকল্পে সকলের জন্যই এই বাড়তি টাকা দেওয়া হবে। যারা লক্ষী ভান্ডারে টাকা পেয়ে যান তাদের সকলেরই এই আপডেটটি বিশেষভাবে জেনে নেওয়া দরকার, না হলে পরে পস্তাতে পারেন। নতুন করে লক্ষী ভান্ডার প্রকল্পে 3000 টাকা পেতে হলে আপনাকে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে হবে।

ইতিমধ্যে এই রাজ্যের লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে নতুন করে বিশাল বড় একটি আপডেট উঠে এসেছে। নতুন করে বলা হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3000 করে টাকা দেওয়া হবে। তবে এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে উপকৃত হবে সমগ্র রাজ্যের মা-বোনেরা। কারা এই প্রতিশ্রুতি দিল এবং কবে থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে সেটি আপনারা এই আপডেট থেকেই জেনে যেতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের লক্ষী ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং তখন থেকেই রাজ্যের মহিলারা 500 এবং 1000 করে টাকা পেয়ে যাচ্ছিলেন। চলতি মাসে এই টাকা বাড়ানো হয়েছে এবং সকলের একাউন্টে 1000 ও 1200 করে টাকা ঢুকেছে। কিন্তু আবার নতুন একটি আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে লক্ষী ভান্ডারে 1000 ও 1200 টাকা অতীত, এবার প্রত্যেকটি মহিলার ব্যাংক একাউন্টে প্রতি মাসে ঢুকবে 3000 করে টাকা। শাসকদলের উপর তোপ দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষী ভান্ডারের টাকা বাড়িয়ে 3000 হাজার করে দেওয়া হবে।

এর আগে ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে 2000 করে টাকা দেওয়া হবে কিন্তু তিনি এবার স্পষ্টই জানিয়ে দিলেন বিজেপি সরকার ক্ষমতায় হেলে 2000 এর পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য। এর সঙ্গে আরো জানানো হয়েছে লক্ষী ভান্ডারের নাম পরিবর্তন করা হবে এবং এর নাম রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। এছাড়াও আরও জানানো হয়েছে এগুলো জনগণের ট্যাক্সের টাকা তাই তিনি এই টাকা জনসাধারণের মধ্যেই সমভাবে বন্টন করে দিতে চান এবং লক্ষী ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 3000 করে টাকা দিতে চান।

তবে যাই হোক এখনও লক্ষী ভান্ডারে তিন হাজার করে টাকা দেওয়া হবে না এটি পরবর্তীকালে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে চিন্তা ভাবনা করা হবে কিন্তু এখন থেকে মাসে মাসে রাজ্যবাসীরা লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য 1000 ও 1200 করে টাকা পেয়ে যাবেন।

MORE JOB NEWS: CLICK HERE

 আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a comment